ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে রান পাহাড়ে ইস্ট জোন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
চট্টগ্রামে রান পাহাড়ে ইস্ট জোন ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে ইস্ট জোনের থেকে ১৯৮ রান পিছিয়ে সাউথ জোন। সাউথ জোনের প্রথম ইনিংসে ২৯৬ রানের পর নিজেদের প্রথম ইনিংসে ইস্ট জোন ৭ উইকেট হারিয়ে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে সাউথ জোন তুলেছে ২৯ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সাউথ জোনের হয়ে শতক হাঁকান শ্রীলঙ্কা সিরিজের প্র্রথম টেস্ট থেকে ছিটকে পড়া ইমরুল কায়েস। চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শতক তুলে নেন ইস্ট জোনের তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব।

প্রথমশ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই শতক হাঁকানোর পর এবার নিজের দ্বিতীয় শতকের দেখা পান ইস্ট জোনের আফিফ হোসেন ধ্রুব। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেন তাসামুল হক।

ইস্ট জোনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০০ পেরুতে পারেনি সাউথ জোন। সাউথ জোনের ওপেনার এনামুল হক বিজয় করেন ৫৮ রান। আরেক ওপেনার ফজলে মাহমুদ ৭ রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাট হাতে নামেন ইমরুল। ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তার ২১০ বলের ইনিংসে ছিল ১৮টি চারের মার, ছিল দুইটি ছক্কা। ২৯৪ মিনিট ক্রিজে ছিলেন ইমরুল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি ইমরুলের ১৫তম সেঞ্চুরি। এর আগের ম্যাচে নর্থজোনের বিপক্ষে তিনি করেছিলেন ৩১ রান।

এছাড়া, তুষার ইমরান ১, শাহরিয়ার নাফিস ১৪, মোহাম্মদ মিঠুন ৬, জিয়াউর রহমান ২১, আবদুর রাজ্জাক ৪ রান করে বিদায় নেন। ৮০ ওভারে ২৯৬ রান তুলেই অলআউট হয় সাউথ জোন।

ইস্ট জোনের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও সাকলাইন সজিব তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন নাঈম হাসান, আফিফ হোসেন, অলোক কাপালি আর রাহাতুল ফেরদৌস।

ব্যাটিংয়ে নেমে ইস্ট জোনের দুই ওপেনার অবিচ্ছিন থেকে প্রথম দিন তোলেন ৪ রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ইমতিয়াজ হোসেন ১৩ রানে বিদায় নেন। আরেক ওপেনার আফিফ হোসেন চলতি মৌসুমে অভিষিক্ত হয়েই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। ২৩৮ বলে ১৭টি চারের সাহায্যে তিনি করেন ১৩৭ রান। তিন নম্বরে নামা তাসামুল হক ৯৮ রানে বিদায় নেন। অলোক কাপালী ৬৬ রানে সাজঘরে ফেরেন। অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৬০ রান করা রাহাতুল ফেরদৌস আর ৫০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন।

সাউথ জোনের হয়ে দুটি করে উইকেট দখল করেন নাজমুল ইসলাম এবং আবদুর রাজ্জাক। একটি করে উইকেট তুলে নেন আলি আমিন, নাহিদুল ইসলাম আর জিয়াউর রহমান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাউথ জোনের ওপেনার এনামুল হক বিজয় ২৩ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ওপেনার ফজলে মাহমুদ ৪ রান করে দিনের খেলা শেষ করেন। বিনা উইকেটে ২৯ রান নিয়ে চতুর্থ বা শেষ দিন মাঠে নামবে সাউথ জোন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।