ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইপিএল শঙ্কায় ভারতীয় তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, এপ্রিল ১, ২০১৭
আইপিএল শঙ্কায় ভারতীয় তারকারা বাঁ থেকে অশ্বিন, বিজয়, জাদেজা ও যাদব-ছবি:সংগৃহীত

ঘরের মাঠে দীর্ঘ ক্রিকেট মৌসুম শেষে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। টানা ১৩ টেস্টের পর ইনজুরিতে বেকায়দায় ফেলেছে দলের তারকাদের। ফলে পাঁচ এপ্রিল থেকে শুরু হওয়া জাকজমকপূর্ণ আইপিএলে শঙ্কায় ফেলেছে তাদের।

ইতোমধ্যে রাইজিং পুনে সুপারজায়ান্টসের ভারতীয় স্পিন সেনসেশন রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে ছিটকে গেছেন। ‘স্পোর্টস হার্নিয়া’ (কুঁচকির একধরনের চোট) সমস্যার কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের ‍বাইরে থাকবেন এ বোলিং অলরাউন্ডার।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয় কিংস ইলিভেন পাঞ্জাবের ওপেনার মুরালি বিজয় কাঁধের ইনজুরির কারণে আইপিএল খেলতে পারছেন না। তিনিও ভারতের টেস্ট মৌসুমে দলের সঙ্গী ছিলেন।

এদিকে আইপিএলের শুরুর দিকে থাকতে পারছেন না অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেসার উমেশ যাদব। তাদের ইনজুরি ঠিক হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। জাদেজা বাঁহাতের আঙ্গুলে ও যাদব কোমরের ইনজুরিতে ভুগছেন। দু’জনেই তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুটি করে ম্যাচ খেলতে পারবেন না।  

জাদেজার দল গুজরাট লায়ন্স নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে ৭ ও ৯ এপ্রিল। কাকতালিয় ভাবে যাদবের দল কলকাতা নাইট রাইডার্সও নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে ৭ ও ৯ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।