ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

টি-২০ দল ঘোষণা, নতুন মুখ সাইফউদ্দিন-মিরাজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, এপ্রিল ১, ২০১৭
টি-২০ দল ঘোষণা, নতুন মুখ সাইফউদ্দিন-মিরাজ টি-২০ দল ঘোষণা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি- টোয়েন্টিকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই দলে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন যুবা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদি হাসান মিরাজ।মিরাজের আবার এই ওয়ানডে সিরিজেই ৫০ ওভারের ম্যাচে অভিষেক হয়েছিল। আর দেশে ফেরত আসছেন পেসার রুবেল হোসেন ও ‍শুভাগত হোম।

যদি সেরা একাদশে জায়গা পান তাহলে এই সিরিজ দিয়েই সাইফের আন্তর্জাতিক ‍অভিষেক হবে।

সাইফউদ্দিনকে দলে নেয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে একজন অলরাউন্ডারের কথা বিবেচনা করেই সাইফউদ্দিনকে নেয়া হয়েছে।

 

দলের বাদবাকি সদস্যরা হলেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল-হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমদে, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৭
এইচএল/টিএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।