ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলকাতার প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কলকাতার প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব কলকাতার প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

আইপিএলের প্রথম ম্যাচ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। অথচ বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগই এসে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে। এ বছর এই অবস্থার জন্য যেমন আন্তর্জাতিক সূচি দায়ী, তেমনই কেন্দ্রের ভিসা নীতিও দায়ী বলে জানিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।

গুজরাট লায়ন্সের বিরুদ্ধে রাজকোটে কেকেআরের প্রথম ম্যাচ ৭ এপ্রিল। অন্যরা আগেই চলে আসবেন।

কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান প্রথম ম্যাচের আগে পৌঁছাতে পারবেন কি না, সংশয় আছে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ৬ এপ্রিল। কেকেআর সিইও জানান, ‘ম্যাচের দিনই হয়তো এসে পড়বে সাকিব। কিন্তু সে দিনই এসে ম্যাচ খেলতে পারবে কি না জানি না। ’

নাইট রাইডার্সের ক্ষেত্রে বরাবরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাকিব। তিনি যে আইপিএলের অন্যতম সেরা স্পিনিং অলরাউন্ডার, তা নিয়েও সন্দেহ নেই খুব একটা। তার ওপর চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মেও আছেন বাংলাদেশের তারকা। নিউজিল্যান্ডে গিয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। ব্যাট হাতে আরও কয়েকটি বড় ইনিংস খেলেছেন তিনি। সেই কারণে প্রথম ম্যাচের আগে যে সাকিবকে নিয়ে আসার জোরালো চেষ্টা হবে, সেটাও বলে রাখা যায়।

মাইসোর আরও বলেন, ‘এবার বিদেশি ক্রিকেটারদের ভিসা পেতে দেরি হওয়ায় অনেকেরই আসতে দেরি হচ্ছে। আর ঠাসা আন্তর্জাতিক সূচি তো আছেই। ’

আগে আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের ভিসার জন্য শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের চিঠি দিলেই হতো। কিন্তু এবার থেকে বোর্ডের চিঠির সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রণালয়ের চিঠিও দিতে হচ্ছে। এই পরিবর্তনের কথা ফ্র্যাঞ্চাইজিদের জানানো হয়েছে কয়েক দিন আগেই। সেই জন্যই ভিসা পেতে দেরি হচ্ছে বলে জানান কেকেআরের শীর্ষ কর্তা।

দু’তিন দিনের মধ্যেই দলের সব বিদেশি ক্রিকেটার এবং প্রধান কোচ জ্যাক ক্যালিস এসে পড়বেন বলে জানান সিইও , ‘জ্যাক ক্যালিস, ট্রেন্ট বোল্ট, নাথান কোল্টার নাইল, ক্রিস ওকস সবাই রওনা দিয়ে দিয়েছে। সুনিল নারাইন সম্ভবত প্রথম ম্যাচের আগে কলকাতায় না এসে মুম্বাই হয়ে রাজকোট চলে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।