ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা খেলার প্রতিশ্রুতি দিয়ে শ্রীলঙ্কা গেলেন সাইফউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সেরা খেলার প্রতিশ্রুতি দিয়ে শ্রীলঙ্কা গেলেন সাইফউদ্দিন মোহাম্মদ সাইফউদ্দিন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা পেলে নিজের শতভাগ দেয়ার প্রতিশ্রুতি দিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলের নতুন সদস্য হিসেবে ভালো কিছু করেই নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান তিনি। আর এর সব কিছুই করতে চান চাপমুক্ত হয়ে।

‘চাপ নেয়ার কিছু নেই। আমি নতুন তাই চেষ্টা থাকবে ভালো কিছু করার।

নির্বাচকরা যেহেতু আমাকে নির্বাচন করেছে তাই চেষ্টা থাকবে নিজেকে প্রমাণ করার। ব্যাটিং বোলিং যেটায়ই সুযোগ পাই শতভাগ দেয়ার চেষ্টা করবো। ’

রোববার (২ এপ্রিল) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই অলরাউন্ডার। তার আগে গণমাধ্যমকে এমন প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

সাইফউদ্দিনের জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতই। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে বড় হয়েছেন এখন তাদের সাথেই শেয়ার করবেন ড্রেসিং রুম। বিষয়টি তাই তার মানসপটে দিচ্ছে দারুণ দোলা।

‘অনেক এক্সাইটেড। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া। ছোটবেলা থেকে মাশরাফি ভাই (মাশরাফি বিন মর্তুজা) সাকিব ভাইয়ের (সাকিব আল হাসান) খেলা দেখে বড় হয়েছি। এখন তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবো, ভালো লাগছে। ’

সাইফউদ্দিন মূলত পেস বোলার। পাশাপাশি ব্যাটিংও করেন। তাই দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার হিসেবেই। কিন্তু, সিরিজে তার ফোকাসটি থাকবে বোলিংয়ের উপর, ‘যেহেতু আমাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ডাকা হয়েছে সেহেতু আমি বোলিংয়েই বাড়তি নজর দিচ্ছি, পাশাপাশি ব্যাটিংটাও ভালো করার চেষ্টা করবো। ’

শনিবার (১ এপ্রিল) বিকেলে ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বেশ হতাশ ছিলেন সাইফ। স্বাগতিক হয়ে ঘরের মাটিতে ফাইনাল না খেলার কষ্ট যখন তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরছিল তখনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখে শুনলেন সেই চকমপ্রদ খবর যা তার হতাশাকে নিমিশেই উড়িয়ে দিল।

‘গতকাল ইমার্জিং কাপ হারার পর হতাশ লাগছিল। পরে যখন নির্বাচক নান্নু স্যার আমাকে ডাক দিয়ে বললো তুমি শ্রীলঙ্কা যাচ্ছ তখন বেশ ভালো লেগেছে। ’

আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফরের সমাপ্তি টানবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমদে, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও শুভাশিস রায়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।