ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অস্কার’ পাবেন শেহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
‘অস্কার’ পাবেন শেহজাদ ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসের সময় চ্যাডউইক ওয়ালঠনের সঙ্গে ধাক্কা লাগে পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদের। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মারাত্মক কোনো আঘাত পাননি শেহজাদ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে সোহেল তানভিরের করা চতুর্থ ওভারের শেষ বলে রান নিতে গিয়ে জোরে দৌড় দেন ওয়ালটন। উইকেটের কাছাকাছি ফিল্ডিংয়ে ছিলেন শেহজাদ।

দুই ক্রিকেটারের ধাক্কায় দু’জনই উইকেটের ওপর পড়ে যান।

পুরো ঘটনাই নাকি শেহজাদের অভিনয় ছিল-এমনটাই ধারণা পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালের। আর এমন ঘটনায় পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদকে অস্কার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফয়সাল জানান, ‘শেহজাদ অস্কার পুরস্কার পাবে। কোনো সন্দেহ নেই তাতে। সে খুব বড় অভিনেতা। আমি শেহজাদের ঘটনাটি যতবার দেখেছি, ততবারই হেসেছি। সে দারুণ অভিনেতা। এটা তার খুব ভালো সিনেমা ছিলো। সে কখনো শুধরাবে না। ’

.ফয়সাল ইকবাল টুইটেও এমনটি জানিয়েছেন। তিনি তার টুইটে পাকিস্তানের লিজেন্ড শোয়েব আখতার, ওয়াসিম আকরাম আর সাকলাইন মুশতাককেও ট্যাগ করেছেন। সেখানে জাওয়াদ আনসারি নামের আরেকজন লিখেছেন, ‘ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার বিশ্ব রেকর্ড এটি। ’

শেহজাদের ধাক্কা লেগে মাঠে পড়ে যাওয়ার দৃশ্য দেখে সতীর্থরাও ঘাবড়ে গিয়েছিল। তাই মাঠ থেকে সরাসরি তাকে হাসপাতালে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে হাসপাতাল থেকে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনো আঘাতই পাননি শেহজাদ। পাকিস্তানের ফিজিওথেরাপিস্ট শেন হায়েস পরে শেহজাদকে মাঠে নামার অনুমতি দেন। হাসপাতাল থেকে ফিরেই আবারো মাঠে নামেন শেহজাদ।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।