ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় শুভর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় শুভর শামসুর রহমান শুভর ব্যাটিং/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গত আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন শামসুর রহমান শুভ। ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতকে করেছিলেন ৫৫৮ রান। এই মৌসুমে দল বদলে মোহামেডানে নাম লিখিয়েছেন এই হার্ডহিটার ওপেনার।

নতুন দলের হয়ে গতবারের চেয়ে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছেন শুভ। আরও ক্ষুরধার ব্যাটিংয়ে গত আসরের পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে চান, ‘গতবারের চেয়েও ভালো কিছু করার ইচ্ছা আছে।

আমি যেখানেই খেলি আমার ব্যক্তিগত পারফরম্যান্স যেন দলের উপকারে আসে সেই চেষ্টাই করি। তাতে করে আমারও রান হবে, দলও জিতবে। প্রিমিয়ার লিগে আমার আমার যে সুনাম আছে সেটা যেন ধরে রাখতে পারি। সেই চেষ্টাই করবো। ’

নিজ লক্ষ্যের কথা বলতে গিয়ে শুভ আরও যোগ করেন, ‘লক্ষ্য অবশ্যই ভাল কিছু করার। নিজে ভালো খেলে দলকে যদি একটা সুবিধাজনক অবস্থানে নিতে পারি তাহলে খুবই ভালো হবে। ’ রোববার (২ এপ্রিল) এভাবেই বাংলানিউজকে নিজের লক্ষ্যের কথা জানান ২৮ বছর বয়সী শুভ।

শুভ ছাড়াও তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রনি তালুকদার, শুভাশিস রায়, জুবায়ের হোসেন লিখন, এবাদত হোসেনকে নিয়ে প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডান যে দল গড়েছে তাতে অন্যতম সেরা বলাই যায়।

এই দলকে নিয়েই মোহামেডান শিরোপা মিশনে মাঠে নামবে বলে জানান শুভ, ‘মোহামেডান সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। ’

এদিকে, চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে দল করা মোহামেডান এরই মধ্যে ফতুল্লায় তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যাটিং কোচ বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ সোহেল ইসলামের অধীনে সেরা প্রস্তুতি নিচ্ছেন বলেও নিশ্চিত করেন শুভ।

‘আমাদের যে দুজন কোচ আছেন আফতাব ভাই (আফতাব আহমেদ) ও সোহেল ভাই (সোহেল ইসলাম); ওনারা খুবই ভালো। ফলে আমাদের প্রস্তুতিও খুবই ভালো হচ্ছে। ’

১২টি ক্লাবের অংশগ্রহণে ১২ এপ্রিল থেকে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।