ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থাকছেন মালিঙ্গা, নেই চান্দিমাল, বিশ্রামে মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
থাকছেন মালিঙ্গা, নেই চান্দিমাল, বিশ্রামে মেন্ডিস ছবি: সংগৃহীত

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির অফিসিয়ালি দল ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে, নিয়মিত দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউজের ইনজুরিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওয়ানডে সিরিজে দলপতির দায়িত্ব পালন করা উপুল থারাঙ্গা-এটা মোটামুটি নিশ্চিত।

শক্তি বাড়াতে দলে যোগ দিচ্ছেন পেসার লাসিথ মালিঙ্গা। তবে, দল থেকে বাইরে থাকছেন কুশল মেন্ডিস।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সিরিজ সেরা ছিলেন মেন্ডিস। দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়েছিলেন।

লঙ্কান বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান সনাথ জয়সুরিয়া জানিয়েছেন, ‘কুশল মেন্ডিসের সামনে এখনও অনেক সময় পড়ে আছে। আমরা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে রেখে তার বোঝা বাড়াতে চাই না। সে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এবং ওয়ানডেতে বেশ ভালোই করেছে। তাকে আপাতত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্রামে রাখা হচ্ছে। ’

এদিকে, দীর্ঘদিন ওয়ানডে স্কোয়াডে না থাকা পেসার মালিঙ্গাকে দেখা যাবে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। দল থেকে ছিটকে পড়ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবেরা, দানুসকা গুনাথিলাকা, কুশল পেরেরা (ফিটনেসের ওপর নির্ভর), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন সানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্ধানে, আসেলা গুনারন্তে, সিকুজি প্রসন্ন, চাকমারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকসান সান্দাকান, শিহান জয়াসুরিয়া।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমদে, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও শুভাশিস রায়।

আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফরের সমাপ্তি টানবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।