ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যান্সারকে জয় করে ক্যারবেরির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ক্যান্সারকে জয় করে ক্যারবেরির সেঞ্চুরি মাইকেল ক্যারবেরি-ছবি:সংগৃহীত

ক্যান্সারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও মাঠে ফিরলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইকেল ক্যারবেরি। আর ফিরেই দেখা পেলেন সেঞ্চুরির। ইংলিশ কাউন্টি লিগে হ্যাম্পশায়ারের হয়ে কার্ডিফ এমসিসিইউ এর বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যন।

গত বছরের জুলাইয়ে ক্যান্সার ধরা পড়ে বাঁহাতি এ ব্যাটসম্যানের। তবে পরবর্তীতে তিনি দলের অনুশীলনে ফেরেন ও প্রাক মৌসুমে ভালো পারফর্ম করেন।

কার্ডিফের বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচে এদিন ওপেন করতে নামেন ক্যারবেরি। যেখানে ১২১ বলে বরাবর ১০০ রান করেন। ডেভিড ও’সুলিভানের বলে আউট হন, পরে তিনি প্যাভিলিওন মূখী হলে তাকে দর্শক ও খেলোয়াড়রা শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে ক্যারবেরি বলেন, ‘আমার কঠিন সময়ে সঙ্গ দেওয়ার জন্য, আমি আমার পরিবার, ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। এখনও পুরোপুরি সুস্থ হতে আরও সময়ের প্রয়োজন। তবে ভক্তদের সমর্থনই আমাকে ফিরে আসতে সাহায্য করেছে। ’

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন ক্যারবেরি। যেখানে পাঁচটিই ছিল ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে। সেবার কেভিন পিটারসেনের পর ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।