ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ সফর নিয়ে এখনও টালবাহানা করে যাচ্ছে অস্ট্রেলিয়া। চলতি বছরের শেষে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অজিদের। তবে এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিন্তায় সীমিত ওভারের সিরিজ। নিরাপত্তার অজুহাতে এর আগে বাংলাদেশ সফর স্থগিত করেছিল স্টিভেন স্মিথ বাহিনী।

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া চাচ্ছে তারা বাংলাদেশ সফরে আসবে।

কিন্তু, সাদা পোশাকে নয়, ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলবে। এর একটি বড় কারণ হচ্ছে অক্টোবরে এই সিরিজের পরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। তার মানে বাংলাদেশের বিপক্ষে খেলে ভারত সিরিজের জন্য এক ধরনের প্রস্তুতিও নেওয়া হবে অজিদের!

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ফরম্যাটের দিকেই জোর দিচ্ছে। কারণ সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে সাদা পোশাকে দাপুটে ক্রিকেট খেলছে টাইগাররা। এছাড়া সদ্যই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে মুশফিক-তামিম-তাসকিন-সাকিবদের।

পাশাপাশি অজিদের বিপক্ষে খেলার জন্য সময় নিয়েও চিন্তা করতে হচ্ছে বিসিবিকে। কেননা জুলাই ও আগস্টে পাকিস্তানের বিপক্ষে রয়েছে সিরিজ। আর সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে বারবার বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিকট ভবিষ্যতে সফরটির ব্যাপারে আশাবাদীও তারা। সিএ’এর এক মুখপাত্র এ ব্যাপারে জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরের ব্যাপারে আমারা এখনও আশাবাদী, তবে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তাটাই আমাদের কাছে মুখ্য। এ ব্যাপারে আমরা নিয়মিতভাবে অস্ট্রেলিয়ার সিকিউরিটি ইন্টিলিজেন্স অরগানাইজেশনস, ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এবং আমাদের নিজস্ব নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করছি। বাংলাদেশ সফরে যাতে কোনো রকম ঝুঁকি না থাকে সেটিই আমরা নিশ্চিত করছি। ’

দু’দেশের সিরিজের ব্যাপারে সিএ ও বিসিবির মধ্যে এখনও আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।