ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেতন নিয়ে অসন্তোষ, দাবি ৫ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বেতন নিয়ে অসন্তোষ, দাবি ৫ কোটি রুপি ধোনি-কোহলিরা অসন্তোষ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের পরেই নতুন এক সংঘাতের আগুন জ্বলতে শুরু করেছে ভারতীয় শিবিরে। বিস্ময়কর শোনালেও সত্যি, এবার দ্বন্দ্ব লেগে যাচ্ছে ভারতীয় বোর্ড বনাম ভারতীয় ক্রিকেট দলের। সংঘাতের কেন্দ্রে রয়েছে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের নতুন আর্থিক চুক্তিপত্র।

সম্প্রতি সুপ্রিম কোর্ট-নিযুক্ত ভারতীয় বোর্ডের পর্যবেক্ষকরা চুক্তির এই অর্থ বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ধোনি বা কোহলির মতো ‘এ’ গ্রেড ক্রিকেটাররা পাচ্ছেন বার্ষিক ২ কোটি রুপি।

‘বি’ গ্রেড পাবে বছরে ১ কোটি রুপি। আর ‘সি’ গ্রেড পাবে বছরে ৫০ লাখ রুপি।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ২ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ক মেনে নিতে রাজি নন। তারা জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তি তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ক্রিকেটারেরা প্রস্তাব দিয়েছিলেন, ‘এ’ গ্রেডের জন্য ন্যূনতম অর্থের অঙ্ক হোক বছরে ৫ কোটি!

একটি বিশ্বস্ত সূত্রের খবর, খুব শিগগিরই ভারতীয় ক্রিকেটারদের প্রতিনিধি দলের সঙ্গে ফের বৈঠক হতে পারে বোর্ডের পর্যবেক্ষকদের। ঘটনা সম্পর্কে জানা ‍যায়, আইপিএলের মধ্যে বা পরে বৈঠকটি হবে। তবে যত দিন না ফের বৈঠক হচ্ছে, চুক্তিপত্রে সই করবে না কেউ। আর এ কথা থেকেই পরিষ্কার, বিদ্রোহের শুরু হয়ে গিয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের মূল কারণ, তারা নাকি খোঁজ নিয়ে দেখেছেন, ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট বা অজি দলনেতা স্টিভ স্মিথরা তাদের চেয়ে অনেক বেশি টাকা পান নিজেদের দেশের বোর্ডের থেকে। কেউ কেউ এমন তথ্যও পেয়েছেন যে, আন্তর্জাতিক দলগুলোর মধ্যে বোর্ডের সঙ্গে চুক্তির টাকার অঙ্কে ভারতীয়রা রয়েছেন চার নম্বরে।  

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে জো রুটের বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে স্মিথদের চুক্তি অনুযায়ী, তারা সব মিলিয়ে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় করতে পারেন। তাই এতটা বৈষম্য কেন হবে, সেই প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটাররা। তাদের বোনাসের পরিমাণও অন্য দেশের চেয়ে কম বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।