ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির অধিনায়কত্ব ওয়াটসনের কাঁধে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
কোহলির অধিনায়কত্ব ওয়াটসনের কাঁধে বিরাট কোহলি ও শেন ওয়াটসন/ছবি: সংগৃহীত

বিরাট কোহলির অনুপস্থিতে এবি ডি ভিলিয়ার্সের অধিনায়ক হওয়ার কথা ছিল। পিঠের ইনজুরিতে ভুগছেন দক্ষিণ আফ্রিকান আইকন। টিম ম্যানেজমেন্টের আদর্শ পছন্দ তাই শেন ওয়াটসন। দশম আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্তর্বর্তীকালীন অধিনায়ক হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা।

ডান কাঁধের ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারছেন না কোহলি। তার জায়গায় অধিনায়ক হিসেবে ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করেছিলেন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

কিন্তু, উদ্বোধনী ম্যাচে ছিটকে গেছেন প্রোটিয়া সুপারস্টার। ক’দিন আগে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মোমেন্টাম কাপের ফাইনাল মিস করেন ডি ভিলিয়ার্স। অবশ্য তাকে ছাড়াই ওয়ারিয়র্সকে ২৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টাইটান্স।

ভেট্টোরির অভিমত, ‘তার (ডি ভিলিয়ার্স) এখনো ছোটখাট অস্বস্তি রয়েছে। কয়েকদিন বিশ্রামে থাকাটাই ভালো হবে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ এপ্রিলের ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ’

বুধবার (৫ এপ্রিল) আইপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যালেঞ্জ জানাবে ওয়াটসনের নেতৃত্বে কোহলি-ডি ভিলিয়ার্স বিহীন বেঙ্গালুরু। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।