ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাড়াহুড়ো করছেন না লিখন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
তাড়াহুড়ো করছেন না লিখন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিজেকে গুছিয়ে নেয়ার কাজটি বেশ ধীরস্থির ভাবেই সারছেন এক সময়ের টাইগার দলের অন্যতম অস্ত্র লেগ স্পিনার যুবায়ের হোসেন লিখন। এখন তার সময় কাটে নিজের বোলিং বৈচিত্র ও বিভিন্ন ডেলিভারি নিয়ে কাজ করে। পাশাপাশি বোলিংয়ে আরও যে সীমাবদ্ধতা আছে সেগুলোও কাটিয়ে উঠতে চেষ্টা করছেন অবিরত। 

আর এই কাজে পাশে পাচ্ছেন সবাইকেই। লিগের কোচ এবং ক্রিকেট বোর্ড থেকেও নাকি তাকে জানানো হয়েছে তাড়াহুড়ো না করতে।

তাই আগের মতো কিংবা তারচেয়েও ভালো ছন্দে ফিরতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন লিখন।    

মঙ্গলবার (০৪ এপ্রিল) লিখন জানান, ‘আমি তাড়াহুড়ো করছি না। সবাই আমাকে বলেছে সময় নিতে। বোর্ডের নির্বাচকরা ও সোহেল স্যার (সোহেল ইসলাম, মোহামেডান কোচ) আমাকে সমর্থন দিচ্ছেন। তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। তারা বলেছেন সময় নিয়ে নিজের ভুলগুলো ঠিক করে নিতে। আমি ভেরিয়েশনগুলো ঠিক করার চেষ্টা করছি। লিগে ভালো কিছু করতে চাই। ’

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের গেল মৌসুমে লিখন খেলেছিলেন আবাহনীর হয়ে। দলবদলে এবার পাড়ি জমিয়েছেন মোহামেডানে। নতুন ঠিকানায় এসে চাইছেন ভালো পারফর্ম করতে। গেল মৌসুমে আবাহনীর হয়ে বল হাতে যে ধার তিনি দেখিয়েছিলেন সেটা এই মৌসুমেও অব্যাহত রাখতে চাইছেন। তাতে নিজের সমৃদ্ধির পাশাপাশি দলকেও সমৃদ্ধ করা যাবে বলে মত তার।

একথা ঠিক, দেশে যদি দু’টি ঐতিহ্যবাহী ক্লাব থেকে থাকে তার মধ্যে মোহমেডান স্পোর্টিং ক্লাব একটি। কিন্তু গত কয়েকটি মৌসুম হয়ে গেল শিরোপার দেখা পায়নি ক্লাবটি। তবে তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রনি তালুকদার, শুভাশিষ রায়, যুবায়ের লিখন, কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেনদের নিয়ে এবার যে দল সাদা-কালোরা করেছে তাতে বিগত বছরগুলোর শিরোপা খরা কাটাতে সক্ষম হবে বলে বিশ্বাস লিখনের।

‘গত কয়েকবারের চেয়ে মোহামেডান এবার অনেক ভালো দল করেছে। আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই প্রস্তুতি এগিয়ে চলেছে। আমাদের কোচ ভালো, টিম অফিসিয়ালরাও ভালো। এখন আমরা যদি মাঠে ভালো করতে পারি তাহলে ফলাফল ভালোই হবে। ’ যোগ করেন লিখন।

২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল লিখনের। শেষ ম্যাচটিও খেলেছেন ওই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১৫ সালের ১৩ নভেম্বর সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বল হাতে মাঠে নামার পর আর তাকে দেখা যায়নি। তবে হাল ছাড়ছেন না এই ডানহাঁতি স্পিনার। প্রিমিয়ার লিগে পারফর্ম করে চাইছেন নির্বাচকদের সুনজরে আসতে।  

লিখন আরও জানান, ‘চেষ্টা থাকবে প্রিমিয়ার লিগের মাধ্যমে জাতীয় দলে ফিরতে। প্লেয়ার হিসেবে আমার কাজ হবে পারফর্ম করা, সবার নজরে যদি আসতে পারি তাহলে হয়তো হবে। ’

১২টি ক্লাবের অংশগ্রহণে ১২ এপ্রিল থেকে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ৪ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।