ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের একটা স্তম্ভ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, এপ্রিল ৫, ২০১৭
‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের একটা স্তম্ভ’ মাশরাফি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মঙ্গলবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংক্ষিপ্ত এই সংস্করণকে চিরতরে আনুষ্ঠানিক বিদায় জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। যদিও তিনি ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন। কিন্তু মাশরাফির টি-টোয়েন্টিকে বিদায় জাননো নিয়ে এরই মধ্যে এদেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে হতাশা।

দলে তরুণদের সুযোগ দিতেই মাশরাফির এই সিদ্ধান্ত। সেখানে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্যই সে সরে গেছেন।

এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের অন্য ক্রিকেটারকে সরে যেতে আমি দেখিনি। হ্যাটস অফ টু হিম।

বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুবু আনাম।

 ভারী হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পাতা। বাদ যায়নি দেশের গণযোগাযোগ মাধ্যমগুলোও। যেন অভিভাবক হারিয়েছে এদেশের ক্রিকেট। মাহবুবু আনামের কন্ঠেও সেই একই সুর, ‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকের যে অবস্থানে এসেছে সেখানে মাশরাফির অবদান প্রচুর পরিমাণে রয়েছে। ’

মাহবুব আনাম এ সময় আরও বলেন, ‘আমি সব সময় বলেছি মাশরাফি বড় হৃদয়ের ক্রিকেটার। তার সমতুল্য খেলোয়াড় আমি আজ অবদি বাংলাদেশ ক্রিকেটে দেখিনি। তাকে পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে সহজ হবে না। ওর মতো খেলোয়াড় এক যুগে একটার বেশি আসে না। এ সিদ্ধান্ত তার একক। এবং সে যে সিদ্ধান্ত নিবে সেটাই বড়। সে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত চিন্তাকরেই সিদ্ধান্ত নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।