ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

লঙ্কা মিশন শেষে টাইগাররা ফিরছেন কাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, এপ্রিল ৬, ২০১৭
লঙ্কা মিশন শেষে টাইগাররা ফিরছেন কাল টাইগাররা ফিরছেন কাল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ৪০ দিনের শ্রীলঙ্কা মিশন শেষে শুক্রবার (৭ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইনস যোগে ওই দিন সকাল ১১টা ৩০ মিনিটে টাইগারদের ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ।

টিম বাংলাদেশের বছরের শুরুটা হয়েছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে।

ডিসেম্বর-জানুয়ারিতে কিউইদের সাথে সিরিজের পর ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মুশফিকরা খেলেছে একমাত্র টেস্ট।

তবে শ্রীলঙ্কা সফর ওই দুই সিরিজের চাইতে তুলনামূলক আলোচিত । কেননা এই সিরিজের মধ্য দিয়েই শততম টেস্ট জয়ের গৌরব লাভ করেছে লাল-সবুজের দল। আর এই জয়ে দুই ম্যাচ সিরিজের টেস্ট ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।

সফরকারীরা সমতা এনেছে ওয়ানডে সিরজেও। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ করছে।

এরপর দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশ বৃহস্পতিবারে (৬ এপ্রিল) দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে। এই সিরিজের মধ্যদিয়েই টি-২০ ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।