ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ জয় দেখছেন রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
বাংলাদেশের বিশ্বকাপ জয় দেখছেন রানাতুঙ্গা বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, বিশ্বাস লঙ্কান গ্রেট রানাতুঙ্গার/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০২৩ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে বলেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার মাটিতে সদ্য শেষ হওয়া পূর্ণাঙ্গ সিরিজে টাইগারদের পারফরম্যান্সে অভিভূত তিনি।

কলম্বোতে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট ম্যাচটি জিতে ইতিহাস গড়ে টিম বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে (দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত) ও টি-টোয়েন্টি সিরিজও শেষ হয় ১-১ সমতায়।

সব মিলিয়ে সফল সফরই পার করলো লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপের মতো বড় আসরেও বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন রানাতুঙ্গা, ‘তাদের তরুণ খেলোয়াড়দের দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। অনেক ‘এ’ টিম ক্রিকেট এবং বেশি বেশি অনূর্ধ্ব-১৯ দলের সফরের কার্যভার গ্রহণ করা উচিত। আমরা যখন ১৯৯৬ বিশ্বকাপ জিতেছিলাম, আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল। বাংলাদেশেরও তেমন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমার বিশ্বাস, তারা সঠিক পথেই রয়েছে। ’

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে রানাতুঙ্গা আরও বলেন, ‘আমার পরামর্শ এখন থেকেই ২০২৩ বিশ্বকাপ নিয়ে প্ল্যান করা। যেটি এই উপমহাদেশে (ভারতের মাটিতে) অনুষ্ঠিত হবে। এখন থেকে ছয় বছরের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য বর্তমান অ-১৯ ও অ-২৩ টিমের পেছনে প্রচুর বিনিয়োগ করা উচিত। ’

‘যদি তারা সঠিক পরিকল্পনায় এগোতে পারে, উপমহাদেশে বিশ্বকাপ জেতাটা কঠিন হবে বলে আমি মনে করি না। বাংলাদেশের কিছু খেলোয়াড় আছে যারা বেশ ভালো বোলিং করছে এবং তাদের মোস্তাফিজের মতো একজন অসাধারণ বাঁহাতি পেসার রয়েছে। আমি তার বোলিংয়ে মুগ্ধ। তাকে রক্ষা করা প্রয়োজন। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে নিজেদের অরভিন্দ ডি সিলভাকে (লঙ্কানদের ৯৬’র বিশ্বকাপ জয়ী দলের সহ-অধিনায়ক) খুঁজে বের করতে হবে। ’-যোগ করেন রানাতুঙ্গা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।