ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমার স্ত্রী আমাকে খুন করবে: গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
আমার স্ত্রী আমাকে খুন করবে: গম্ভীর ছবি: সংগৃহীত

আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলপতির দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর। নামের মতোই কেকেআর দলপতি মানুষ হিসেবেও গম্ভীর। কখনো কোনো পার্টিতে নাচানাচি করতে দেখা যায়নি তাকে।

দলের সতীর্থরা, স্ত্রী-পরিবারের সদস্যরা কিংবা দলের মালিক শাহরুখ খানও কখনো পার্টিতে নাচাতে পারেননি গম্ভীরকে। স্ত্রী নাতাশাও বহুবার গম্ভীরকে পা মেলানোয় অনুরোধ করেছেন।

তাতেও মন গলেনি গম্ভীরের। সব সময়ই এই আবদার হাসি মুখেই প্রত্যাখান করেছেন। কিন্তু গম্ভীর মজার ছলেই জানিয়েছেন, এবার নাচার জন্যই তার স্ত্রীর হাতে তিনি খুন হতে পারেন!

হিন্দুস্থান টাইমসে এক কলামে তিনি লিখেছেন, ‘কেকেআর আমাকে বদলে দিয়েছে। আর এজন্য আমার স্ত্রী নাতাশা আমাকে মেরে ফেলবে। ’ ধীর-স্থির আর শান্ত চরিত্রের গম্ভীর তার কলামে আরও লিখেছেন, ‘আমি একজন পুরোপুরি পাঞ্জাবী। যে বাটার চিকেন আর ডাল খেতে খুব ভালবাসে। পাঞ্জাবী গানও আমার বেশ পছন্দের। কিন্তু ডিজে গান নয়। কিন্তু আমি কোনোদিন নাচিনি, এটাতে আমাকে পাঞ্জাবীর মতো দেখাবে না। ’

কলকাতায় সাকিবের এই সতীর্থ আরও লিখেছেন, ‘আমার স্ত্রী নাতাশাকে খুশি করতেও আমি কখনো নাচে পা মেলাইনি। এমন কী আইপিএলের ম্যাচ জিতে কোনো পার্টিতে শাহরুখ খানও আমাকে নাচাতে পারেননি। কেকেআর সতীর্থরাও বহুবার চেষ্টা করেও আমাকে নাচাতে পারেনি। কিন্তু এবার একটা স্পন্সর শ্যুটের জন্য আমাকে নাচতে হয়েছে। এটা দেখলে নাতাশা আমাকে মেরে ফেলবে। কারণ আমি তার কথায় বা অনুরোধে কখনো নাচিনি। তার ছোটো ভাইয়ের বিয়েতেও তার কথায় নাচিনি বলে সে আমাকে ক্রিমিনাল বলেছে। ’

নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে গম্ভীরের নেতৃত্বাধীন শাহরুখ খানের কলকাতা। তৃতীয় শিরোপার স্বাদ পাওয়ার মিশনে গুজরাট লায়ন্সকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গম্ভীর বাহিনী। ম্যাচে ১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার দলপতি গম্ভীর ৪৮ বলে ১২টি চারের সাহায্যে ৭৬ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।