ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে যুবাদের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ভারতে যুবাদের ত্রিদেশীয় সিরিজ ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী বছরের যুব বিশ্বকাপ সামনে রেখে অনূর্ধ্ব-১৯ দলকে এখন থেকেই প্রস্তুত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, আগামী জুনে ভারতের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগার যুবারা।

সেই লক্ষ্যে আগামী মাসে অনুশীলন ক্যাম্প শুরু করবে যুব দল। তার আগে চারদিনের ম্যাচের ইভেন্ট আসর ইয়ুথ ক্রিকেট লিগে খেলার কথা রয়েছে।

সবশেষ গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ অ-১৯ টিম। পরবর্তী বড় মিশন ত্রিদেশীয় সিরিজ। প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে নভেম্বরে ভারতে হতে পারে যুব এশিয়া কাপের পরবর্তী আসর। এর প্রস্তুতি হিসেবে অক্টোবরে লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজের চেষ্টা করছে বিসিবি।

নিউজিল্যান্ডে ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।