ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মিরপুরে পাকিস্তান সিরিজের ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, এপ্রিল ৯, ২০১৭
মিরপুরে পাকিস্তান সিরিজের ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা ২০১৬ এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষের মুহূর্ত/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের পরবর্তী হোম সিরিজ পাকিস্তানের বিপক্ষে। চলতি বছরে প্রথম। কিন্তু, চলমান সংস্কার কাজের কারণে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী জুন-জুলাইয়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমান সময়সীমা অতিক্রম করলে একটি ম্যাচও খেলা সম্ভব হবে না!

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া বলেন, ‘অস্ট্রেলিয়ান পরামর্শকের নির্দেশনা অনুযায়ী, যিনি ঢাকায় এসে মাঠ পরিদর্শনের পর আমাদের জন্য একটি নির্দেশনা তৈরি করেছেন, আমরা সংস্কার কাজ শুরু করেছি যেটি চলমান।

পরবর্তীতে আমরা বুয়েট থেকে স্থানীয় বিশেষজ্ঞদের শরণাপন্ন হই। এখন এর অগ্রগতি অব্যাহত। আমাদের নিয়মিত পর্যবেক্ষণও অব্যাহত রয়েছে। ’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)‘এর মধ্যে আমাদের ন্যাশনাল টিম অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফর করেছে। এ মাসেই তারা আবারো দীর্ঘ সময়ের জন্য আয়ারল্যান্ড (ত্রিদেশী সিরিজ) ও ইংল্যান্ড সফর করবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করবো। ’-যোগ করেন হানিফ ভূঁইয়া।

জুলাইয়ের আগে মিরপুরে কোনো সিরিজ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিসিবি’র গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান, ‘আমাদের টার্গেট জুলাইয়ের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করা। কন্ট্রাক্টররা কম লোকবল নিয়ে কাজ শুরু করেছিল। শুক্রবার (৭ এপ্রিল) থেকে তারা লোকবল বাড়িয়েছে। আশা করছি, আমাদের সময়সীমার মধ্যেই এটা শেষ হবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এখানো কোনো সিরিজ আয়োজন সম্ভব নয়। এটা জুলাইয়ের পর সম্ভব। ’

জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির পর বছরের প্রথম হোম সিরিজ খেলবে টাইগাররা। জুলাইয়ে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে সফল্যময় সফর শেষে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিনটি সিরিজই নিষ্পত্তি হয় ১-১ সমতায়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।