ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে মাশরাফির প্রতিপক্ষ অলোক কাপালি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিকেএসপিতে মাশরাফির প্রতিপক্ষ অলোক কাপালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দিন তারিখ এক দফা পেছানোর পর অবশেষে বুধবার (১২ এপ্রিল) মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমের খেলা। এ মাসের ৭ এপ্রিল ছিল লিগের প্রাথমিক তারিখ।

এবারের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও অবনমন কাটিয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা দল খেলাঘর সমাজ কল্যান সমিতির মধ্যে।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়।


 
এদিন একই সময় বিকেএসপির চার নম্বর মাঠে দিনের অপর ম্যাচে লড়বে লিজেন্ডস অব রুপগঞ্জ ও অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়ন। টি-টোয়েন্টি ক্রিকেটকে সদ্য বিদায় জানানো টাইগার অধিনায়ক মাশরাফি ও টেস্ট দলপতি মুশফিক খেলবেন রুপগঞ্জের জার্সিতে। এবারই প্রথমবার এক সঙ্গে ম্যাশ-মুশি জুটি বেধে ঘরোয়া লিগে মাঠে নামছেন। মাশরাফির অনুরোধে রুপগঞ্জের দলপতি হয়েছেন মুশফিক।

লিগের গত মৌসুমে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করেছিল লিজেন্ডস অব রুপগঞ্জ। আর ব্রাদার্স ইউনিয়ন শেষ করেছিল লিগ পর্বে ১০ নম্বরে থেকে।

বিকেএসপির তিন নম্বর মাঠে ফরহাদ রেজা ও শাহরিয়ার নাফিসদের প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ অবনমন কাটিয়ে লিগে উঠা আরেক দল জুপিটার ঘোষ ও ইরফান শুক্কুরদের পারটেক্স ক্রিকেট ক্লাব। বুধবার (১১ এপ্রিল) এই ম্যাচটিও শুরু হবে সকাল ৯টায়।   

১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ২০১৫-১৬ মৌসুমে রানারআপ হয়েছিল প্রাইম দোলেশ্বর।

** মাশরাফির অধিনায়ক মুশফিক

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।