ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুশফিকদের ২০৭ রানের মামুলি লক্ষ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, এপ্রিল ১২, ২০১৭
মুশফিকদের ২০৭ রানের মামুলি লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিকদের ২০৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি থেকে: ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের লিজেন্ডস অব রুপগঞ্জকে ২০৭ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাইশিকুর রহমানের ব্রাদার্স ইউনিয়ন।

অধিনায়ক মাইশিকুরের ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস ও ধীমান ঘোষের অপরাজিত ৩০ রানে ৯ উইকেটে ২০৬ রানের স্বল্প সংগ্রহে গুটিয়ে যায় ব্রাদার্স।

এর আগে বুধবার (১২ এপ্রিল) বিকেএসপি’র চার নম্বর মাঠে রুপগঞ্জের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন।

তবে ব্যাটিংয়ে নামাটা তাদের মোটেও সুখকর হয়নি।

মাশরাফি-শরীফদের বোলিং তোপে টপ অর্ডারের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। তবে দলকে রানের ভিত গড়ে দেন মিডল অর্ডারের মাইশিকুর ও উইকেটরক্ষক ধীমান ঘোষ। তাদের ব্যাটেই মূলত বিপর্য্য় কাটিয়ে ৯  উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় ব্রাদার্স।

বল হাতে রুপগঞ্জের হয়ে শুরুটা করেন মোহাম্মদ শরীফ ও দেওয়ান সাব্বির। ৫ ওভার বল করে সাব্বির সফল না হলেও সফল হয়েছেন শরীফ। ৯ ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট।

অন্যদিকে, নিজের প্রথম স্পেলে টানা ৮ ওভার বল করে ১ মেডেন ও ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন মাশরাফি বিন মর্তুজা। অাসিফ হাসান দু’টি ও একটি নেন মোশাররফ হোসেন রুবেল।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।