ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির মুশফিক বন্দনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মাশরাফির মুশফিক বন্দনা মাশরাফির মুশফিক বন্দনা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিকেএসপি থেকে: ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রুপগঞ্জ। আর ২০৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে বেশ হিমশিম খেতে হয়েছে রুপগঞ্জকে।

টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার, সবাই ফিরেছেন হতাশাজনক স্কোর নিয়ে। তবে, ব্যতিক্রম ছিলেন একমাত্র অধিনায়ক মুশফিকুর রহিম।

কেননা মুশফিকের লড়াকু অপরাজিত ৭৫ রানেই মৌসুমের শুরুটা জয় দিয়ে করতে পেরেছে রুপগঞ্জ। সঙ্গত করণেই অধিনায়কের ভুয়সী প্রশংসা করলেন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

‘মুশফিক সব সময়ই অমূল্য। ওর কাছে যে প্রত্যাশা ছিল সেটা করেছে। এটা নতুন কিছু না। ’ বুধবার (১২ এপ্রিল) বিকেএসপিতে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে এভাবেই সতীর্থ মুশফিকের প্রশংসা করেন ম্যাশ।

২০৭ রানের সহজ লক্ষ্য। তারপরেও জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে মুশফিকদের একরকম সংগ্রামই করতে হয়েছে। কেননা জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে তাদের হারাতে হয়েছে ৬টি উইকেট।

তবে এই  বিষয়টি খুব বেশি ভাবাচ্ছে না মাশরাফিকে, ‘প্রথম ম্যাচ তাই গুছিয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। অনেকের জড়তা থাকে। তবে সামনে ঠিক হয়ে যাবে। ’

প্রিমিয়ার লিগ শুরুর দু’একদিন আগেও অনেকেই ধারণা করেছিলেন রুপগঞ্জের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মাশরাফি। কিন্তু পেলেন মুশফিক। আর এই বিষয়টিকে খুব সহজ ভাবেই নিয়েছেন নড়াইল এক্সপ্রেস, ‘মুশফিক করছে ঠিক আছে। তাছাড়া ওর অধীনে খেলে মজাও আছে। টেস্টে অধিনায়ক হওয়ার পর আর ওয়ানডেতে অধিনায়ত্ব করেনি। এখন বেশ চাঙ্গা আছে। করুক। ’

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৬-১৭ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অব রুপগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।