ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত দুর্বল হলে, বাংলাদেশও দুর্বল: পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ভারত দুর্বল হলে, বাংলাদেশও দুর্বল: পাপন ভারতের সমর্থনে কথা বললেন পাপন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর অর্থ সমবন্টনের জন্য কাজ করে যাচ্ছে আইসিসি। তবে এ ক্ষেত্রে মানতে নারাজ ভারত। কারণ ক্রিকেটে তারা বিনিয়োগ করে থাকে সবচেয়ে বেশি। এরই সূত্র ধরে এমন প্রস্তাবকে আরও গোছানোর কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দুর্বল ভারত মানে দুর্বল বাংলাদেশ।

আইসিসির ওয়ার্কিং কমিটির একজন সদস্য হিসেবেও কাজ করা পাপন বিসিসিআইয়ে প্রধান অ্যাডমিনিস্টেটর ভিনোদ রায়ের সঙ্গে আজ সাক্ষাত করেন। যেখানে আগামী মাসে আইসিসির সভায় বিবেচ্য কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

সভা শেষে পাপন বলেন, ‘আইসিসির রাজস্বের ব্যাপারে সমাধানের জন্য সবাই চেষ্টা করছে। আমি চাই না কোনো সদস্য দেশের ক্ষতি হোক। বিশেষ করে ভারত, যারা আমাদের সমর্থনে সব সময় কাজ করেছে। ফলে যদি ভারত দুর্বল হয়, তবে আমরাও দুর্বল হবো। ’

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।