ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ধোনির যোগ্যতা নিয়ে গাঙ্গুলির প্রশ্ন, সাক্ষীর বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, এপ্রিল ১৩, ২০১৭
ধোনির যোগ্যতা নিয়ে গাঙ্গুলির প্রশ্ন, সাক্ষীর বার্তা ছবি:সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে নিঃসন্দেহে শতাব্দির সেরা খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তারকা এ ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা ভালো খেলেন? এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক এই অধিনায়ক এক সাক্ষাৎকারে জানান, ‘ধোনি খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার কি না, এ নিয়ে আমি ঠিক নিশ্চিত নই।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু আপনি ধোনির টি-টোয়েন্টির পরিসংখ্যান যদি দেখেন, দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সে মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছে।

যেটা খুব একটা ভালো রেকর্ড নয় বলেই মনে হয়। ’

সৌরভ এখানে অবশ্য আইপিএল নয়, দেশের হয়ে খেলা টি-২০ ম্যাচের কথা বলছেন। যেখানে ৭৬ ম্যাচ খেলে ধোনির একটাই হাফ সেঞ্চুরি। আইপিএলে অবশ্য ধোনির হাফ সেঞ্চুরির সংখ্যা ১৬। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ধোনির সুযোগ পাওয়া উচিৎ কি না, সেই প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমি ধোনিকে নেব ঠিকই, কিন্তু ওকে রান করতে হবে। ’ 

এদিকে ধোনিকে নিয়ে সম্প্রতি বিতর্ক চলছেই এবং তাতে যোগ দিয়েছেন ধোনির স্ত্রী সাক্ষীও। প্রথমে তিনি ধোনির চেন্নাই সুপার কিংসের হেলমেট পরে ছবি দিয়েছিলেন। তারপর আবার একটি ছবি পোস্ট করেন, যেখানে লিখেছেন, ‘যখন একটা পাখি বেঁচে থাকে, তখন সে পিপড়ে খায়। আর পাখি মরে গেলে পিপড়ে পাখিটা খায়। ’ 

তিনি টুইটে আরও লেখেন, ‘সময় এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। কাউকে আঘাত করা উচিৎ নয়। আপনি আজ হয়তো ক্ষমতাবান, কিন্তু মনে রাখবেন, সময় আপনার চেয়েও ক্ষমতাশালী। ’ ধারণা করা হচ্ছে, ধোনির সমালোচকদের উদ্দেশেই সাক্ষীর এই বার্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।