ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের দ্বারা ‘ক্রিকেটের অসমীচীন কাজ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ওয়ার্নারের দ্বারা ‘ক্রিকেটের অসমীচীন কাজ’ ছবি: সংগৃহীত

ওভার শেষে স্ট্রাইক বদল না করে খেলা চালিয়ে সমালোচিত হচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ‘ক্রিকেটের অসমীচীন কাজ’ হিসেবে এমন এক বিরল ঘটনা ঘটে।

আইপিএলের দশম ম্যাচে আগে ব্যাট করে ওয়ার্নার বাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। জবাবে, ১৮.৪ ওভারে ৬ উইকেট হারানো মুম্বাই ৪ উইকেটের জয় তুলে নেয়।

.ম্যাচের ১১তম ওভারে বিদায় নেন অস্ট্রেলিয়ার ইনফর্ম ব্যাটসম্যান ও হায়দ্রাবাদের ওপেনার-দলপতি ওয়ার্নার। মিচেল ম্যাকক্লেনাঘানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তিনি ৪৩ বলে ৫টি চার আর একটি ছক্কায় করেন ৪৮ রান।

এর মধ্যেই বিতর্কের জন্ম দেন ওয়ার্নার। সেটা ভুলে করেছেন না কি ইচ্ছে করেই করেছেন সে ব্যাপারে এখনও তার কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ম্যাচের ষষ্ঠ ওভারের শেষ বলে জাসপ্রিত বুমরাহকে বাউন্ডারি হাঁকান ওপেনার ওয়ার্নার। সপ্তম ওভারের প্রথম বলটি তাই ফেস করার কথা ছিল আরেক ওপেনার শিখর ধাওয়ানের। কিন্তু, স্ট্রাইকিং প্রান্তে সটান দাঁড়িয়ে ছিলেন ওয়ার্নার। সপ্তম ওভারের প্রথম বলটি করেন ম্যাকক্লেনাঘান। আর তা মোকাবেলা করেন ওয়ার্নার। সেই বলে সিঙ্গেলও নেন তিনি। ক্রিকেট বিশ্ব ওয়ার্নারের এমন কাজকে বলছেন ‘ক্রিকেটের অসমীচীন কাজ’।

ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সি কে নন্দন এবং নীতিন মেনন। বিষয়টি তারা ধরতেই পারেননি। এমনকি টিভি আম্পায়ার ওয়াই সি বার্দেও বিষয়টি ধরতে ব্যর্থ হন। আর ম্যাচে আম্পায়ারদের অন্যমনস্কতার সুযোগে আগের ওভারের শেষ বলে কোনো সিঙ্গেল রান না নিয়ে কিংবা স্ট্রাইকিং প্রান্ত বদল না করে দু’বার ব্যাট করেছেন ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।