ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো ব্যাটিংয়ে কোহলির প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ঝড়ো ব্যাটিংয়ে কোহলির প্রত্যাবর্তন ইনজুরি কাটিয়ে ফিরেই পুরনো ছন্দে বিরাট কোহলি/ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ফিরেই পুরনো ছন্দে বিরাট কোহলি। আইপিএলের দশম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক উদযাপন করেন ভারতীয় অধিনায়ক।

শুক্রবারের (১৪ এপ্রিল) ম্যাচটিতে ৪৭ বলে ৬২ রান করে আউট হন কোহলি। তাতে ছিল ৫টি চার ও ২টি ছক্কার মার।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান মুম্বাই দলপতি রোহিত শর্মা।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের (চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট) পর কাঁধের সমস্যায় মাঠের বাইরে ছিলেন কোহলি। তার অনুপস্থিতি ভালোই টের পায় আরসিবি। তিন ম্যাচের মধ্যে দু’টিতে হেরে যায় গতবারের ফাইনালিস্টরা।

কোহলি ফেরা মানেই বেঙ্গালুরুর শক্তিও বহুগুণ বেড়ে যাওয়া। গত মৌসুমে ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৯৭৩ রান করেছিলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে পারেনি আরসিবি। মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৪২। ক্রিস গেইল ২২ ও এবি ডি ভিলিয়ার্স ১৯ রান করে সাজঘরে ফেরেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।