ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুশফিক-নাইমের সেঞ্চুরিতে রুপগঞ্জের বড় সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, এপ্রিল ১৭, ২০১৭
মুশফিক-নাইমের সেঞ্চুরিতে রুপগঞ্জের বড় সংগ্রহ মুশফিক-নাইমের সেঞ্চুরিতে রুপগঞ্জের বড় সংগ্রহ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিকেএসপি থেকে: অধিনায়ক মুশফিকুর রহিম ও টপঅর্ডার ব্যাটসম্যান নাইম ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩০৫ রানের বড় সংগ্রহ পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। আর এই সংগ্রহ পেতে তাদের হারাতে হয়েছে ৫টি উইকেট।

১৪টি চার ও একটি ছক্কায় মুশফিক খেলেছেন ব্যক্তিগত ১৩৪ রানের ইনিংস। আর ৭টি চার ও ১টি ছ’য়ে নাইমের সংগ্রহ ১০৩ রান।

জয়ের জন্য শেখ জামালের লক্ষ্য ৩০৬ রান।

সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির চার নাম্বার মাঠে শুরুটা ভালো করতে পারেনি রুপগঞ্জ ওপেনার সায়েম আলম ও হাসানুজ্জামান। শেখ জামালের পেসার শাহাদাত হোসেনের বলে দলীয় ১৩ রানেই তারা প্যাভিলিওনে ফিরেন।

দুই ওপেনারের বিদায়ে দল যখন কিছুটা ব্যাকফুটে তখন তৃতীয় উইকেটে নাইম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। আর তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রুপগঞ্জ।

শেখ জামালের হয়ে বল হাতে শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক নিয়েছেন ২টি করে উইকেট। বাকি ১টি  উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।