ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

শান্তর প্রথম সেঞ্চুরি, ব্যাটে ঝড় মাহমুদুল্লাহর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ১৭, ২০১৭
শান্তর প্রথম সেঞ্চুরি, ব্যাটে ঝড় মাহমুদুল্লাহর শান্তর প্রথম সেঞ্চুরি, ব্যাটে ঝড় মাহমুদুল্লাহর

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে আবাহনী। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে আবাহনী হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। টানা দ্বিতীয় ম্যাচ জিতলো মাহমুদুল্লাহ বাহিনী।

সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে পারটেক্স নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৪ রান। ২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রথম ম্যাচে খেলাঘরকে ৫ উইকেটে হারানো আবাহনী।

পারটেক্সের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন জুবায়ের আহমেদ। ৪৪ রান করেন ওপেনার সাজ্জাদ হোসেন। ৩৩ রানে বিদায় নেন ইয়াসপাল সিং। ২৫ রান করে আসে দলপতি তারিক আহমেদ ও জাকারিয়া মাসুদের ব্যাট থেকে।

আবাহনীর হয়ে দুটি করে উইকেট তুলে নেন শুভাগত হোম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ, সাঞ্জামুল ইসলাম।

২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার উদয় কাউল ৯ রানে বিদায় নেন। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ২০ রান। দলীয় ৪৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে আবাহনী। তবে, ব্যাট হাতে ঘুরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত আর দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

১০৯ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন শান্ত। এটি ছিল শান্তর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর ব্যাটে ঝড় তুলে মাহমুদুল্লাহ রিয়াদ ৫২ বলে ৫টি চার আর ৫টি ছক্কায় করেন ৭৭ রান। ২৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

৩৮.৩ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।