ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মাশরাফিদের টানা জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মুশফিক-মাশরাফিদের টানা জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি থেকে: প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হারের ব্যবধানটাও নিছক কম নয়, ৬৮ রান। টানা দ্বিতীয় জয় তুলে নিল মুশফিকুর রহিমের লিজেন্ডস অব রুপগঞ্জ।

মুশফিকুর রহিমের লিজেন্ডস অব রুপগঞ্জের দেয়া ৩০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়ে গেছে আব্দুর রাজ্জাকের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
 
দুই ম্যাচে এটি শেখ জামালের প্রথম হার।

একমাত্র জিয়াউর রহমানের ব্যক্তিগত ৪২ রানের ইনিংসটি বাদ দিলে বাদ বাকি সবার রানই ছিল ৪০ এরও নিচে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন শেখ জামাল ওপেনার মাহবুবুল করিম।
 
বল হাতে রুপগঞ্জের হয়ে মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান ও নাইম ইসলাম ২টি করে উইকেট তুলে নেন। আর মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট।         

সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির চার নাম্বার মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ও টপঅর্ডারের ব্যাটসম্যান নাঈম ইসলামের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়ে লিজেন্ডস অব রুপগঞ্জ। আর এই সংগ্রহ পেতে তাদের হারাতে হয় ৫টি উইকেট।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম১৪টি চার ও একটি ছক্কায় মুশফিক খেলেছেন ব্যক্তিগত ১৩৪ রানের ইনিংস। আর ৭টি ৪ ও ১টি ছক্কায় নাঈমের সংগ্রহ ১০৩ রান। জয়ের জন্য জামালের শেখ জামালের লক্ষ্য ছিল ৩০৬ রানের পাহাড় সমান সংগ্রহ। অথচ এদিন শুরুটা ভালো করতে পারেনি লিজেন্ড অব রুপগঞ্জের দুই ওপেনার সায়েম আলম ও হাসানুজ্জামান। শেখ জামাল পেসার শাহাদাত হোসেনের বলে দলীয় ১৩ রানেই তারা প্যাভিলনে ফেরেন। মাশরাফি ১১ বলে দুই ছক্কায় করেন ১৭ রান। ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জালাজ সাক্সেনা।
 
দুই ওপেনারের বিদায়ে দল যখন কিছুটা ব্যাকফুটে তখন তৃতীয় উইকেটে নাঈম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। আর তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ৩০৫ রানের দাপুটে সংগ্রহ পায় লিজেন্ডস অব রুপগঞ্জ।

শেখ জামালের হয়ে বল হাতে শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক নিয়েছেন ২টি করে উইকেট। বাকি ১টি উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।

১৩৪ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা হয়েছেন রুপগঞ্জ অধিনায়ক মুশফিকুর রহিম।     

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।