ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

সৌম্য-সাব্বিরদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, এপ্রিল ১৮, ২০১৭
সৌম্য-সাব্বিরদের টানা দ্বিতীয় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগের ম্যাচে কলবাগানকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দ্বিতীয় রাউন্ডে মেহেদি মারুফ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, আল আমিনদের নিয়ে সাজানো দলটি ৫৯ রানে হারিয়েছে খেলাঘরকে।

আগে ব্যাট করে প্রাইম ব্যাংক নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩০৭ রান। জবাবে, ৪৭.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে খেলাঘর গুটিয়ে যায় ২৪৮ রান তুলে।

প্রাইমের হয়ে ওপেনার ও দলপতি মেহেদি মারুফ ইনিংসের প্রথম বলেই বিদায় নেন। আরেক ওপেনার সৌম্য সরকার এবং সাব্বির মিলে ৫২ রানের জুটি গড়েন। সৌম্য ৬৪ বলে দুটি চার আর দুটি ছক্কায় করেন ৩৯ রান। সাব্বির ৩২ বলে আটটি চারের সাহায্যে করেন ৩৬ রান। উন্মুখ চাঁদের ব্যাট থেকে আসে ৩২ রান।

পাঁচ নম্বরে নামা আল আমিন ইনিংস সর্বোচ্চ ১০৬ রান করে অপরাজিত থাকেন। তার ৯৪ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চার আর ৩টি ছক্কার মার। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩৮ বলে ৫টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে করেন ৫০ রান। ১০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক।

৩০৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার সালাউদ্দিন পাপ্পু ৩০ বলে আটটি চারের সাহায্যে করেন ৪১ রান। এছাড়া, অমিত মজুমদার ৩৯, নাজমুস সাদাত ৫৬, নাজিমুদ্দিন ৩০, অভিষিক্ত আরিফুজ্জামান সাগর ২৫, রেজাউল করিম ১৩ আর দলপতি মাসুম খান ৩১ রান করেন।

প্রাইমের হয়ে রুবেল হোসেন, উন্মুখ চাঁদ আর নাহিদুল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান আল আমিন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।