ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাক-সোহান-কায়েসদের দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
রাজ্জাক-সোহান-কায়েসদের দ্বিতীয় জয় রাজ্জাক-সোহান-কায়েসদের দ্বিতীয় জয়

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আবদুর রাজ্জাকের দলটি ৫ রানে হারিয়েছে শাহরিয়ার নাফিস, আরাফাত সানিদের প্রাইম দোলেশ্বরকে।

এর আগে শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়েছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছিল ৬৮ রানের ব্যবধানে।

অপরদিকে, প্রাইম দোলেশ্বর নিজেদের প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে জিতেছিল ৭৮ রানের ব্যবধানে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারিয়েছিল ব্রাদার্সকে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩৮ ওভারে। আগে ব্যাট করে শেখ জামাল ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান। জবাবে, ২৩০ রানে থামে ৭ উইকেট হারানো প্রাইম দোলেশ্বরের ইনিংস।

জামালের ওপেনার ফজলে মাহমুদ ৫৭ বলে করেন ৫৫ রান। আরেক ওপেনার মাহবুবুল করিম ২ রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে ইমরুল কায়েস খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। ১৩ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে।

প্রাইম দোলেশ্বরের স্পিনার আরাফাত সানি দুটি আর হাবিবুর রহমান দুটি উইকেট পান। ফরহাদ রেজা একটি উইকেট দখল করেন।

২৩৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রাইমের ওপেনার ইমতিয়াজ হোসেন ০ রানে বিদায় নেন। আরেক ওপেনার আবদুল মজিদ ২৫ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা শাহরিয়ার নাফিস ৪৮ বলে ৩১ রান করেন। দিল্লি ডেয়ারডেভিলসের উইকেটরক্ষক পুনিত বিশথ ৬০ বলে ১১টি চারের সাহায্যে ৮৩ রান করেন।

মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৪২ রান। দলপতি ফরহাদ রেজা ৮ রানে বিদায় নেন। শরিফুল্লাহ ২৫ রানে অপরাজিত থাকেন।

শেখ জামালের দলপতি আবদুর রাজ্জাক ৮ ওভার বল করে ৩৯ রানের খরচায় তিনটি উইকেট তুলে নেন। শাহাদাত হোসেন পান দুটি উইকেট। একটি করে উইকেট পান ইলিয়াস সানি এবং সোহাগ গাজী।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেখ জামাল অধিনায়ক আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।