ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টি থেকে অবসরের পর কে হবেন টাইগারদের নতুন অধিনায়ক এ নিয়ে গুঞ্জন চলছিল। গুঞ্জনটিই সত্যি হলো সাকিব আল হাসানকে এই ফরমেটে দায়িত্ব দেওয়ায়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাসিক বেতন ও ম্যাচ ফি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর সঙ্গে সাকিবকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৭ সালে বিসিবির প্রথম সভায় শনিবার (২২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

অনুষ্ঠিত বিসিবির নির্বাহী কমিটির ১৬তম সভাশেষে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

টাইগারদের ওয়ানডে দলপতি হিসেবে থাকছেন মাশরাফি, টেস্টের দায়িত্ব পালন করবেন মুশফিক। আর টি-টোয়েন্টির নতুন দলপতি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাই বাংলাদেশের ক্রিকেটে তিন ফরমেটের তিন অধিনায়ক দেখতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।