ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আম্পায়রস কমিটির নতুন চেয়ারম্যান শেখ সোহেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, এপ্রিল ২২, ২০১৭
আম্পায়রস কমিটির নতুন চেয়ারম্যান শেখ সোহেল শেখ সোহেল-ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের আম্পয়ারস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনিত হলেন বর্তমান শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। এই দিয়ে মোট দুটি কমিটির দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম কার্যনির্বাহী সভাশেষে তাকে এই দায়িত্ব অর্পন করা হয়।

সভাশেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমাদের একজন অন্যতম পরিচালক টিংকু ভাই (নাজমুল করিম টিংকু) মারা গেছেন।

উনি আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ছিলেন। উনি যেহেতু নেই তাই এটা নিয়ে আমরা বসেছিলাম। ’
 
পাপন আরও যোগ করেন, ‘সঙ্গত কারণেই বোর্ড সভায় আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আম্পায়ারস কমিটির নতুন চেয়ারম্যান শেখ সোহেল। তিনি আমাদের নতুন চেয়ারম্যান। ’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বরেণ্য ক্রীড়া সংগঠক নাজমুল করিম টিংকু।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।