ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

চুক্তি থেকে বাদ একাধিক তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, এপ্রিল ২৪, ২০১৭
চুক্তি থেকে বাদ একাধিক তারকা ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ, অলরাউন্ডার জেমস ফকনার আর ফাস্ট বোলার পিটার সিডলের মতো তারকা ক্রিকেটাররা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।

২০১৭-১৮ মৌসুমে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত বছরের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে পিটার সিডল।

ভারত সফরে বাজে পারফর্মের কারণে ধুকতে হয়েছিল মার্শকে। গত নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে খেলেছিলেন ফকনার, গত ফেব্রুয়ারিতে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে স্কোয়াডে রাখা হয়নি। এদিকে, বাদ পড়লেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে উপেক্ষিত থাকেন উইকেটরক্ষক পিটার নেভিল, স্পিনার স্টিভ ও’কিফ। প্রথমবারের মতো বোর্ডের চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন অলরাউন্ডার অ্যাস্টন আঘার, হিলটন কার্টরাইট এবং পেসার বিলি স্টানলেক।

গত কয়েক টেস্টে দারুণ ব্যাট করা ম্যাথিউ রেনশ এবং পিটার হ্যান্ডসকম ২০ জনের চুক্তিবদ্ধ তালিকায় রয়েছেন। আরও রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, নাথান লিওনরা।

বোর্ডের চুক্তিতে থাকা ২০ ক্রিকেটার:
অ্যাস্টন আঘার, জ্যাকসন বার্ড, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম, জোশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ, বিলি স্টানলকে, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।