ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচের দৃশ্য

ঢাকা: চলতি বছরের জুলাই-আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।

এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের।

পরপর দুইবার বাংলাদেশে সফরে পাকিস্তান এলেও বাংলাদেশ দল পাকিস্তান সফরে না যাওয়ার কারণেই এবারের সফর পিসিবি বাতিল করেছে বলে জানান পিসিবি চেয়ারম্যান।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। কারণ সেখানে দুইবার সফর করেছে পাকিস্তান। আমরা মনে করছি, টানা তৃতীয়বার সেখানে সফর করা ঠিক হবে না। তাই আপাতত সফর বাতিল করছি। দেখা যাক, আগামী বছরের কোনও সময়ে সেখানে যাওয়া যায় কিনা।

বাংলাদেশ সবশেষ পাকিস্তান সফর করে ২০০৮ সালে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর পাকিস্তান ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে। এ বছর পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। কিন্তু বিসিবি তাতে সাড়া দেয়নি।

২০১৫ সালে বাংলাদেশ সফর থেকে ৩ লাখ ২৫ হাজার মার্কিন ডলার নিয়ে যায় পিসিবি। তখন তাদের দাবি ছিল, কৌশলগতভাবে সেটা তাদেরই হোম সিরিজ! যদিও এ বছর একইভাবে নানা কৌশলে বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। তাতে রাজি না হওয়াতেই এভাবে বেঁকে বসছে পাকিস্তান। সূত্র: ক্রিকইনফো

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।