ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইমের টানা জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, এপ্রিল ২৭, ২০১৭
মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইমের টানা জয় মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইমের টানা জয়

লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে দলকে ১৩০ রানের বিশাল ব্যবধানে জিতিয়েছেন প্রাইম ব্যাংকের দলপতি মেহেদি মারুফ। ভিক্টোরিয়াকে হারিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ড শেষে টানা চার ম্যাচ জিতলো প্রাইম ব্যাংক।

বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৪৯.৪ ওভারে ২৮৩ রানে অলআউট হয়। জবাবে, ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়া ৩৩.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৩ রানের মাথায়।

প্রাইমের দলপতি বিপিএলের চমক মেহেদি মারুফ ১০৩ বলে ১২টি চার আর দুটি ছক্কায় করেন ১০১ রান। এটি ছিল তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৩৭ রান করেন আসিফ আহমেদ। এছাড়া, সালমান ২৮, আভিমানু ৩৩, নাহিদুল ২৫ রান করে বিদায় নেন।

২৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন সফিউল হায়াত। ২৭ রান আসে ওপেনার নাসিরুদ্দিনের ব্যাট থেকে। উত্তম সরকার ২৪, মনির হোসেন ২৫ রান করেন।

প্রাইমের আরিফুল হক ২.৫ ওভারে মাত্র ১৪ রানে তিনটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান আল আমিন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দলপতি মেহেদি মারুফ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।