ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হঠাৎ করেই পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে সুখবর হলো নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান ডেভিড পিভার।

এমনটিই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইসিসির পাঁচদিনের বোর্ড সভায় উপস্থিত ছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন তারা শিডিউল অনুযায়ী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল পাঠাবে। তিনি নিজেও ওই সময়ে বাংলাদেশ সফরে আসবেন। ’

খুব শিগগিরই অফিসিয়ালি এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন পাপন। কোরবানির ঈদের আগে-পরে চট্টগ্রাম ও ফতুল্লায় টেস্ট দু’টি হওয়ার কথা রয়েছে। আরও পড়ুন... পাকিস্তানের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে টেস্ট সিরিজটি স্থগিত করেছিল সিএ। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।