ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা একাদশে নেই কোহলি-গেইলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
সেরা একাদশে নেই কোহলি-গেইলরা ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং আইপিএলের সেরা একাদশ বাছাই করেছেন। দশম আসরে অংশ নেওয়া ক্রিকেটারদের নিয়েই তার এই সেরা একাদশ। একাদশে নেই লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিরা।

এখন পর্যন্ত এই আইপিএলের সেরা পারফরমারদের নিয়ে তিনি একাদশ সাজিয়েছেন। পন্টিং তার সাজানো সেরা একাদশে নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে দুই ক্রিকেটারকে জায়গা দিয়েছেন।

তার একাদশে আইপিএলের নিয়মানুযায়ী ভারতীয়-বিদেশি ক্রিকেটারের নিয়ম মানা হয়নি।

দলের অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নারকে।

পন্টিংয়ের সেরা একাদশে ভারতের ক্রিকেটার আছেন সর্বোচ্চ চারজন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার থেকে সুযোগ পেয়েছেন দুই জন করে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের আছেন একজন করে।

পন্টিংয়ের সেরা আইপিএল একাদশ
১. হাশিম আমলা (কিংস ইলেভেন পাঞ্জাব)
২. ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ, অধিনায়ক)
৩. সুরেশ রায়না (গুজরাট লায়ন্স)
৪. জস বাটলার (মুম্বাই ইন্ডিয়ান্স, উইকেটরক্ষক)
৫. নিতিশ রানা (মুম্বাই ইন্ডিয়ান্স)
৬. গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব)
৭. ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)
৮. হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ান্স)
৯. ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দ্রাবাদ)
১০. মিচেল ম্যাক্লেনাঘ্যান (মুম্বাই ইন্ডিয়ান্স)
১১. রশিদ খান (সানরাইজার্স হায়দ্রাবাদ)।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।