ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে বিজয়, মুমিনুলদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
বিকেএসপিতে বিজয়, মুমিনুলদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে আবাহনীকে ২৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়, মুমিনুল হক, পারভেজ রাসুল আর নাদিফ চৌধুরিদের নিয়ে সাজানো গাজী গ্রুপ ক্রিকেটারর্স। ৩ রানের জন্য বিজয় আর ৯ রানের জন্য রাসুল সেঞ্চুরি মিস করেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার (২৯ এপ্রিল) আগে ব্যাট করে গাজী ৯ উইকেট হারিয়ে তোলে ২৮২ রান। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে আবাহনীর ইনিংস থামে ২৫৭ রানের মাথায়।

গাজীর ওপেনার বিজয় ১০৯ বলে ৭টি চার, ৩টি ছক্কায় করেন ৯৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল করেন ৯১ রান। তার ৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি। এছাড়া, দলপতি নাদিফ চৌধুরি ৩৪ বলে ৪১, মুমিনুল হক ২৩ রান করেন।

আবাহনীর পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি, অনিক খান ৩টি, মানান শর্মা দুটি আর আফিফ হোসেন একটি উইকেট দখল করেন।

২৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার লিটন দাস ৪২, সাইফ হাসান ১৬ রানে বিদায় নেন। নাজমুল হোসেন শান্ত করেন ১৭ রান। দলপতি মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। শুভাগত হোম ১৮ রানে সাজঘরে ফেরেন। ৮০ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। শেষ দিকে হিট আউট হয়ে ফেরেন ২৬ রান করা অলরাউন্ডার সাইফুদ্দিন।

গাজীর বোলার আলাউদ্দিন বাবু তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন আবু হায়দার, হোসাইন আলি। একটি করে উইকেট দখল করেন মেহেদি হাসান, নাঈম ইসলাম জুনিয়র এবং পারভেজ রাসুল। ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন পারভেজ রাসুল।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।