ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

তাইজুল-শামসুর জেতালেন মোহামেডানকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৩, এপ্রিল ৩০, ২০১৭
তাইজুল-শামসুর জেতালেন মোহামেডানকে ছবি: সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম আসরে জয় তুলে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান। ভিক্টোরিয়াকে ৭ উইকেটে হারিয়েছে রকিবুল হাসান, তাইজুল ইসলাম আর কামরুল ইসলাম রাব্বিদের নিয়ে সাজানো দলটি।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ভিক্টোরিয়া ৪০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তোলে মাত্র ১৫৪ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৩০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে মোহামেডান।

ভিক্টোরিয়ার হয়ে ওপেনার রুবেল মিয়া ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন। ২৭ রান আসে মইনুল ইসলামের ব্যাট থেকে। ২১ রান করেন দিল্লি ডেয়ারডেভিলস আর রাজস্থানের মিডলঅর্ডার ব্যাটসম্যান রবিন বিশত।

মোহামেডানের হয়ে স্পিনার তাইজুল ইসলাম চারটি, এনামুল হক জুনিয়র তিনটি, শামসুর রহমান দুটি আর মোহাম্মদ আজিম একটি উইকেট লাভ করেন। কামরুল ইসলাম রাব্বির নামের পাশে কোনো উইকেট নেই।

১৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের ওপেনার সৈকত আলি খালি হাতেই ফেরেন। আরেক ওপেনার রনি তালুকদার বিদায় নেওয়ার আগে করেন ১৯ রান। দলপতি রকিবুল হাসান ২০ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৮৬ রানে তিন উইকেট হারানো মোহামেডানকে আর কোনো উইকেট হারাতে হয়নি। তিন নম্বরে নামা শামসুর রহমান ৭৭ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। ভারতীয় ক্রিকেটার অভিষেক মিত্র ৪২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।