ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে নিয়ে পাকিস্তান প্রধানের নতুন বাহানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বাংলাদেশকে নিয়ে পাকিস্তান প্রধানের নতুন বাহানা বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের নতুন বাহানা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক ধরনের ধুম্রজালই তৈরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একের পর এক তাল-বাহানা করেই যাচ্ছে। ক’দিন আগেই বাংলাদেশ সফর স্থগিত করার পর এখন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ান খান শোনাচ্ছেন অন্য গল্প।

দুবাইতে আইসিসি সভায় শাহরিয়ার আনঅফিসিয়ালি চলতি বছরের জুলাই-আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেন। পরে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয় এক মাস আগেও যেই সফর চূড়ান্ত ছিল হঠাৎ করে এমন সিদ্ধান্তে বাংলাদেশ ‘বিস্মিত’।

এদিকে পাকিস্তানের প্রদেশ রাওয়াল পিন্ডিতে সাংবাদিকদের সামনে শাহরিয়ার বলেন, ‘আমরা বাংলাদেশে শেষ দু’বার সফর করেছিলাম। এবার তাদের পাকিস্তানের আসতে হতো, নয়তো নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলতে হতো। ’

সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বড় কোনো দল সফর না করায় দেশটি নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলা শুরু করে। সেখানে এখন পর্যন্ত সফর করেনি ভারত। এছাড়া আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিরাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোটা আমাদের জন্য অনেক খরচের ব্যাপার ছিল। তবে আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও মাথায় রেখেছিলাম। কিন্তু সে সময় তাদের নিজেদেরই হোম সিরিজ ছিল। ফলে আমরা সিরিজটি স্থগিত করতে বাধ্য হই। ’

পাকিস্তান দলে অভিজ্ঞ দুই ক্রিকেটার মিসবাহ-উল-হক ও ইউনিস খানের অবদান নিয়েও এদিন কথা বলেন শাহরিয়ার। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই অবসরে যাওয়া এ দুই তারকাকে ভবিষ্যতে পিসিবির উন্নয়নেও দেখতে চান তিনি। এছাড়া আইসিসিতে বিগ-থ্রি দমনে পাকিস্তানের ভূমিকা ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।