ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

টাইগারদের উৎসাহ যুগিয়ে যাচ্ছেন সমর্থকেরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জুন ১, ২০১৭
টাইগারদের উৎসাহ যুগিয়ে যাচ্ছেন সমর্থকেরা টাইগারদের উৎসাহ যুগিয়ে যাচ্ছেন সমর্থকেরা

ওভাল থেকে: কেনিংটন ওভালের গ্যালারিতে টাইগার সমর্থকদের দিনের প্রথম ভাগের সেই উল্লাস আর নেই। এখন অনেকটাই নিশ্চুপ। কেননা জো রুট আর অ্যালেক্স হেলসের ব্যাটে গুটি গুটি পায়ে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যও টপকে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড।

বুধবার (১ জুন) ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতে মাশরাফির বলে জো রুট যখন মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দিলেন তখন রীতিমতো কাঁপন ধরেছিল গ্যালারিতে। কিন্তু তারপর যেন অনেকটাই নিশ্চুপ হয়ে এলো গ্যালারি।

কারণটিও সঙ্গত। সেই কখন থেকে টাইগাররা উইকেটের দেখা পাচ্ছিল না!

অবশ্য এই মুহূর্তে গ্যালারিতে চলছে টাইগারদের উৎসাহ যোগানোর সকল রকম প্রচেষ্টা। কখনও মনুষ্যসৃষ্ট ঢেউ তুলে, আবার কখনও বা বাংলাদেশ! বাংলাদেশ! চিৎকার করে। সব মিলিয়ে এখনও কিছুটা সরব টাইগার গ্যালারি।

স্থানীয় সময়: ১৬২৬ ঘণ্টা, ১ জুন ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।