ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইমের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, জুন ২, ২০১৭
মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইমের জয় ছবি: সংগৃহীত

চলমান ডিপিএলের আসরে সুপার লিগের ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক। মেহেদি মারুফের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিতে শেখ জামালকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে শেখ জামাল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ৪৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারানো প্রাইম জয়ের বন্দরে পৌঁছে।

শেখ জামালের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন তানবীর হায়দার। ৫৭ রান আসে দলপতির দায়িত্ব পালন করা ইলিয়াস সানির ব্যাট থেকে। আল মামুন ৩২, মাহবুবুল ২৭, সোহাগ গাজী ১৩, মেহেদি হাসান রানা অপরাজিত ২০ রান করেন।

২৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মেহেদি মারুফ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান। ১৪৩ বলে ১০টি চার আর ৪টি ছক্কায় করেন ১২৭ রান। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৯ রান। ২৪ রানে বিদায় নেন রাফাতুল্লাহ। আসিফ আহমেদ করেন ২৬ রান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।