ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘পেসাররাই ধ্বংস করবে যে কোনো ব্যাটিং লাইনআপ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, জুন ৩, ২০১৭
‘পেসাররাই ধ্বংস করবে যে কোনো ব্যাটিং লাইনআপ’ ভারতীয় পেসাররা / ছবি: সংগৃহীত

বহুদিন ধরেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে সমীহ করে বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও তাদের বিশ্বখ্যাত লম্বা ব্যাটিং লাইনআপকে সমীহ করা হচ্ছে। পাশাপাশি এবার ভারতের বোলিং লাইনআপকেও ধরা হচ্ছে এই আসরের সেরা লাইনআপ।

ভারতের বোলিং লাইনআপ নিয়ে কথা বলতে গিয়ে ডানহাতি পেসার ইশান্ত শর্মা জানান, শুধুমাত্র ভারতের পেসাররাই ধ্বংস করে দিতে পারে বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপকে।

এবারের ভারতীয় স্কোয়াডে পেসারদের মধ্যে অন্যতম মোহাম্মদ সামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ আর ভুবনেশ্বর কুমার।

স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। এই বোলারদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮৯ রানে আর বাংলাদেশকে মাত্র ৮৪ রানে গুটিয়ে দিয়েছিল ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে দেয়া এক সাক্ষতকারে ইশান্ত শর্মা জানান, ‘ইংলিশ কন্ডিশনে ভারতীয় বোলারদের ভালো করার ক্ষমতা রয়েছে এবং তারা বেশ ভালো করবে। আত্মবিশ্বাস ধরে রাখলে ভালো পারফর্মের মাধ্যমেই তারা দলকে ভালো কিছু দিতে পারবে। পেসাররাই ভারতকে এগিয়ে রাখবে। ভারতের পেসাররা এখন বিশ্বের যে কোনো দলের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে সক্ষম। তারা বড় ম্যাচে চাপ নেয়ার অভিজ্ঞতাসম্পন্ন এবং আমার বিশ্বাস তারা ভালো করবে। ’

ইশান্ত শর্মা আরও যোগ করেন, ‘উমেশ যাদব ভালো বল করে। বুমরাহ তো ডেথ ওভারে চমৎকার ইয়র্কার বল করতে পারে। আমি নিশ্চিত যে কোনো কন্ডিশনেই তারা ভালো করতে পারবে। ’

এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত। বিরাট কোহলিদের মিশন শুরু ৪ জুন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।