ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচেও নাশকতার আশঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, জুন ৪, ২০১৭
ভারত-পাকিস্তান ম্যাচেও নাশকতার আশঙ্কা ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে গত ১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বসেরা আট দেশের ক্রিকেট যুদ্ধ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের আগেই ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে, নড়েচড়ে বসেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

ওই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫০ জনেরও বেশি আহত হন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাতে মারা গেছেন হামলাকারী সহ ৯ জন। এই হামলার পর পুরো ইংল্যান্ড জুড়েই নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।

ভারতীয় টিম হোটেলে ইতোমধ্যেই নিরাপত্তার কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বৈরীতায় এমনিতেই দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্য দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। একমাত্র আইসিসির টুর্নামেন্টেই দেখা যায় এই দুই প্রতিপক্ষকে। চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। রোববার (০৪ জুন) ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

লন্ডন ব্রিজ থেকে এজবাস্টনের দূরত্ব ২০৮ কিলোমিটার৷ লন্ডন থেকে দুই ঘণ্টার দূরত্বে এজবাস্টন৷ সেখানেই ভারত-পাকিস্তান ক্রিকেটের মহারণ৷ তার আগে রাজধানী লন্ডনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই জের ছড়িয়ছে এজবাস্টনে৷ ব্রিটিশ গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচেও নাশকতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর।

ভারতীয় সংবাদমাধ্যমে আরও জানানো হচ্ছে, ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কাছে খবর রয়েছে যে, ম্যাচ চলাকালীনও সন্ত্রাসী হামলা হতে পারে৷ কিন্তু দু’দেশের ক্রিকেট বোর্ডকে তারা জানিয়েছে যে, দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এজবাস্টনকে৷

ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা প্রথম নয়। চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। এর আগে ২০০৫ সালের ৭ জুলাই ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।