ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুন ৫, ২০১৭
মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মাশরাফি মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (৫ জুন) লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির হাইভোল্টেজ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ‘এ’ গ্রুপ থেকে সেমির দৌড়ে দু’দলের জন্যই এটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

এই ভেন্যুতেই ৩০৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার মানে মাশরাফির দল। বার্মিংহামে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দু’দল পেয়েছে ১ পয়েন্ট করে।

অজিদের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি ছুঁবেন সাকিব ও মাশরাফি। নাম লেখাবেন মোহাম্মদ আশরাফুলের পাশে। এখন পর্যন্ত ১৭৬টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা আশরাফুল।

এখানে একটি কিন্তু আছে! পরিসংখ্যানিক বিভ্রান্তি! মাশরাফিকে ঘিরে। এ রিপোর্টটি জনপ্রিয় স্পোর্টস নিউজ ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এর বাংলাদেশের রেকর্ড পেজ থেকে করা। যেখানে দেখানো হয়েছে, বাংলাদেশের হয়ে সাকিব ও মাশরাফি দু’জনই এখন পর্যন্ত সমান ১৭৪টি করে ওডিআই ম্যাচ খেলেছেন।

কিন্তু, ক্রিকইনফোতেই আবার মাশরাফির ব্যক্তিগত প্রোফাইল পেজে লেখা তিনি ১৭৬টি ওয়ানডে খেলেছেন। সেক্ষেত্রে ইতোমধ্যেই আশরাফুলকে ছাড়িয়ে গেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। অথচ, এর সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার পরিসংখ্যানে মিল নেই!

অন্যদিকে, উইকিপিডিয়াতে মাশরাফির নামের পাশে ১৭৫টি ওয়ানডে। ক্রিকেটের আরেক জনপ্রিয় সাইট ‘ক্রিকবাজ’ পেজের মাশরাফির প্রোফাইলে আবার ১৭৬টি ম্যাচ উল্লেখ রয়েছে। উইকেটের দিক থেকেও বিভ্রান্তি ক্রিকইনফোতে। যেখানে দুই ম্যাচের পার্থক্য থাকায় রেকর্ড পাতায় ২৩০, প্রোফাইলে ২৩১! উইকিপিডিয়ায় ১৭৫ ম্যাচে ২৩০।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।