ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বর্তমান শ্রীলঙ্কা ‘ভীতু দল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
বর্তমান শ্রীলঙ্কা ‘ভীতু দল’ ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বর্তমান দলটিকে ‘ভীতু দল’ হিসেবে জানালেন।

আইসিসির ওয়েবসাইটে এক কলামে তিনি এমনটি লিখেছেন। শ্রীলঙ্কার গত দেড় বছরের পারফরমেন্স নিয়ে লিখতে গিয়ে সাঙ্গাকারা গত ম্যাচের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘বর্তমান দলটির স্বচ্ছ উদ্দেশ্যের অভাব ছিল এবং নিজেদের মেলে ধরতে দ্বিধা ছিল।

বর্তমান ক্রিকেটাররা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন মেটাতে পারছে না। এটা স্পষ্ট হয়ে উঠছে যে তাদের শক্তিমত্তা দেখাতেও তারা ভীতু। ’

প্রোটিয়াদের বিপক্ষে ৯৬ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু করেছে এশিয়ার এক সময়ের পরাশক্তিরা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৯৯ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২০৩ রানে থামে লঙ্কানদের ইনিংস।

পরের ম্যাচে লঙ্কানদের ঘুরে দাঁড়ানো ব্যাপারে আশাবাদী সাঙ্গাকারা যোগ করেন, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমি আশা করি, তারা সংঘবদ্ধ হতে পারবে এবং একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, যা অসাধারণ মেধা ও সামর্থ্যকে পরিপূর্ণভাবে প্রদর্শন করবে। ’

ফিটনেস টেস্টে উতরাতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। দলকে নেতৃত্ব দেন উপুল থারাঙ্গা। তবে, স্লো ওভার রেটের কারণে তাকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফর্মে নেই ২০১৫ সালের পর আবারো ওয়ানডেতে ফেরা দলের সেরা পেসার লাসিথ মালিঙ্গা।

এমন ভঙ্গুর দল নিয়েই আগামী ৮ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মুখোমুখি হবে সাঙ্গাকারার উত্তরসূরিরা। লন্ডনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।