ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিকিটের জন্য সমর্থকদের উপচেপড়া ভিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিকিটের জন্য সমর্থকদের উপচেপড়া ভিড় ছবি:আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের জন্য মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), অনলাইন এবং নির্দিষ্ট টিকিট বিক্রয় কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। তবে এদিন টিকিট কিনতে সিলেট জেলা স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

বিপিএলের উদ্বোধনী ম্যাচ সহ আসরের প্রথম পর্বের খেলা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফলে ৩১ অক্টোবর থেকে টিকিট পাওয়া যাবে শুধু ইউসিবির সিলেট শাখায়।

আর এ আসরের জন্য টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি।

প্রথমবারের মতো বিপিএলে ভেন্যুর তালিকায় নাম লেখাচ্ছে সিলেট। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করা হয়েছিল এখানে।

৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন দল সিলেট সিক্সার্স।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।