ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

লক্ষনের জন্মদিনে রহস্য ফাঁস করলেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ১, ২০১৭
লক্ষনের জন্মদিনে রহস্য ফাঁস করলেন শচীন ছবি:সংগৃহীত

৪৩ বছরে পা দিলেন ভারতীয় সাবেক ব্যাটসম্যান ভিভি এস লক্ষন। তার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনেকেই। তবে সবচেয়ে মজার বার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। যেখানে লিটল মাস্টার গোপন একটি তথ্য ফাঁস করেছেন।

ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট করতে নামার আগে গোসল করা ও আপেল খেতেন লক্ষন। একবারের জন্যও অন্য রকম হয়নি।

সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে শচীন টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন লক্ষন। তোমার রান করার পিছনে আসল সত্যিটা জানিয়ে দেই। ব্যাট করার আগে তোমার গোসল করতে যাওয়া ও তারপর একটি আপেল খাওয়া। ব্যাপারটা দারুণ ছিল। ’

ভারতের হয়ে ১৩৪ টেস্ট খেলেছিলেন লক্ষন। করেছিলেন ৮৭৮১ রান। রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরি। বর্তমানে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে রয়েছেন তিনি। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনে মহাকাব্যিক সেই ২৮১ রান ছাড়াও বলার মতো প্রচুর ইনিংস খেলেছেন ভিভিএস লক্ষন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।