মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত’র উইকেট হারায় আবাহনী। তবে এনামুল হক বিজয়ের ৩৪, অধিনায়ক নাসির হোসেনের ৫৩ ও দলীয় সর্বোচ্চ মোহাম্মদ মিঠুনের ৬০ রানের সুবাদে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি।
প্রাইমের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আরাফাত সানি ও ফরহাদ রেজা। ২টি উইকেট পান শরিফুল্লাহ।
টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফজল মাহমুদের ৬৮ ও ফরহাদ হোসেনের ৬৩ রানের কল্যাণে ২’শ রানের কোঠা পার করে প্রাইম।
আবাহনীর হয়ে মানান শর্মা সর্বোচ্চ ৪ উইকেট নেন। সবুজ ও মাশরাফি বিন মর্তুজা ২টি করে উইকেট পান।
চলতি আসরে ৯ ম্যাচে এটি আবাহনীর দ্বিতীয় হার। ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে নাসির-মাশরাফিরা। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয়, ৩ হারে ও এক টাইয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে প্রাইম দোলেশ্বর।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এমএমএস